বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ গত দু’বছর ধরে বলা যায় কোভিডের আতঙ্কের মধ্যেই বসবাস করছে। নতুন বছরে নতুন আতঙ্ক হলো ওমিক্রন। সর্বশেষ এই ভ্যারিয়েন্টটি কোভিড জীবাণুর সবচেয়ে বেশি মিউটেট হওয়া সংস্করণ। তাই সুনামির মতোই আছড়ে পড়ছে ওমিক্রন। প্রতিদিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে ।
